এনএসইউতে ‘স্ট্রেস ম্যানেজমেন্টের কার্যকর উপায়’ শীর্ষক সেমিনার

এনএসইউতে ‘স্ট্রেস ম্যানেজমেন্টের কার্যকর উপায়’ শীর্ষক সেমিনার
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘কর্পোরেট পেশাজীবীদের জন্য স্ট্রেস ম্যানেজমেন্টের কার্যকর উপায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটি এমবিএ ক্লাব এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সেস ক্লাবের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদেরকে দৈনন্দিন পরিস্থিতিতে কার্যকরভাবে স্ট্রেস মোকাবেলা করার জন্য দরকারি উপায় এবং কৌশল দিয়ে সমৃদ্ধ করে তোলা।

নর্থ সাউথ ইউনিভার্সিটি এমবিএ ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ড. এফজে মোহাইমেনের বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। এরপর আমন্ত্রিত বক্তা, রিভ সিস্টেমের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও এম রেজাউল হাসান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের শিশু-কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। অতিথিরা স্ট্রেস পরিচালনায় তাদের বিস্তৃত অভিজ্ঞতা তুলে ধরেন এবং দৈনন্দিন জীবনের স্ট্রেস মোকাবেলার জন্য মূল্যবান কৌশল প্রদান করেন।

স্ট্রেস সবসময় খারাপ নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ, কিভাবে স্ট্রেসের কারণগুলি সনাক্ত করতে হয় এবং কিভাবে তাদের মোকাবেলা করতে হয়- এসব বিষয় অতিথিরা তাদের বক্তব্যে ব্যাখ্যা করেছেন।



সেমিনারে একটি সংক্ষিপ্ত মেডিটেশন পর্ব এবং একটি প্রশ্নোত্তর পর্বও ছিল। শেষে এনএসইউর প্রো-ভাইস চ্যান্সেলর, ড. মো. ইসমাইল হোসেন তার বক্তব্য উপস্থাপন করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ড. আজাজ বিন শরীফ। ক্রেস্ট প্রদান ও ফটো সেশনের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।

সেমিনারে নর্থ সাউথ ইউনিভার্সিটির দুই শতাধিক শিক্ষার্থী, অনুষদ এবং প্রশাসনিক কর্মী উপস্থিত ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. ইসমাইল হোসেন, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার এবং উভয় আয়োজক ক্লাবের ফ্যাকাল্টি এডভাইজারের উপস্থিতি এবং বক্তব্য সেমিনারটিকে আরো প্রাণবন্ত করে তোলে।

সেমিনারটি উভয় ক্লাবের কার্যনির্বাহী প্যানেল এবং সদস্য দ্বারা সফলভাবে আয়োজন করা হয়। এনএসইউ এমবিএ ক্লাবের সভাপতি ফারিতা বিনতে হাসান এবং এনএসইউ পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সেস ক্লাবের সভাপতি ওয়ালিদ হোসেন রাজ ভবিষ্যতে এ ধরনের আরও ইভেন্ট আয়োজনের আশা ব্যক্ত করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি