এইচএসসি পাসে নৌবাহিনীর অধীনে চাকরি

এইচএসসি পাসে নৌবাহিনীর অধীনে চাকরি
বাংলাদেশ নৌবাহিনীর অধীন পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, সোনাকান্দা, নারায়ণগঞ্জ প্ল্যানিং অ্যান্ড ডিজাইন (পিঅ্যান্ডডি) বিভাগ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকাযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেরিন/শিপবিল্ডিংয়ে ডিপ্লোমা। শিপবিল্ডিং সংক্রান্ত সফটওয়্যার অটোক্যাড, ম্যাক্সসার্ফ, রাইনো/শিপ কনস্ট্রাক্টরে পারদর্শী ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

যেকোনো স্বীকৃত শিপইয়ার্ড/ ডকইয়ার্ডে জাহাজ নির্মাণ/মেরামত কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। এ ছাড়া যেকোনো ডিজাইন হাউসে বেসিক ড্রয়িং ও প্রোডাকশন ড্রইং করার হাতেকলমে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। বেতন: প্রতিষ্ঠানের নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

পদের নাম: নিম্নমান করণিক কাম কম্পিউটার অপারেটর (এলডিসি)। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা: এইচএসসি পাস। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার চালনায় কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ৩৫ শব্দ ও ইংরেজিতে ৩৫ শব্দ হতে হবে। ই-জিপি, উন্মুক্ত টেন্ডারসংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: প্রতিষ্ঠানের নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি করপোরেশনের মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/ জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার সনদ/ প্রত্যয়নপত্র ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসংক্রান্ত সব সনদপত্রের সত্যায়িত কপি এবং ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ- এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০২৩।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি