সুবিধাবঞ্চিতদের পাশে জেসিআই ঢাকা কসমোপলিটান

সুবিধাবঞ্চিতদের পাশে জেসিআই ঢাকা কসমোপলিটান
জেসিআই ঢাকা কসমোপলিটন, সিদরা ফাউন্ডেশনের সহযোগিতায়, ঢাকা মহানগরীর আশেপাশের এলাকার সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার বিতরণের জন্য একটি প্রকল্প শুরু করেছে।

এই রমজানে এ পর্যন্ত ২০০০ জনেরও বেশি মানুষকে ইফতার বিতরণ করেছে জেসিআই ঢাকা কসমোপলিটন এবং সিদরা ফাউন্ডেশন। যখন সবকিছুর দাম বেড়ে গেছে এবং দরিদ্ররা আগের চেয়ে বেশি সংগ্রাম করছে জীবিকা নিরবাহে তখন তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগ নিয়েছে জেসিআই ঢাকা কসমোপলিটন। প্রতি পেকেটে ছিল, ছোলা, পেয়াজু, বেগুনি, চপ, দিম, খিচুরি, মুড়ি, জিলাপি, বিস্কুট, এবং পানি।

জেসিআই ঢাকা কসমোপলিটনের লোকাল প্রেসিডেন্ট সামিহা আক্তার বলেন, “জেসিআই ঢাকা কসমোপলিটন গত ২ বছর ধরে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও আমারা সিদরা ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে আমাদের প্রকল্পটি অব্যাহত রেখেছি যা রোজাদারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।

সাড়া বিশ্বের তরুণ, সক্রিয় নাগরিকদের বৃহত্তম নেটওয়ার্ক, জুনিয়রচেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্টলুইসে অবস্থিত। বর্তমানে পাঁচ হাজারেরও বেশি মানুষ জেসিআইবাংলাদেশের সাথে সমাজকে এগিয়ে নেয়ার প্রচেষ্টায় সক্রিয়ভাবে জড়িত।

জেসিআই বাংলাদেশের অন্যতম সুপরিচিত অধ্যায় হলো জেসিআই ঢাকা কসমোপলিটন। এটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় এবং গত বছরে দশ বছরের মাইলফলক অর্জন করেন। এই ১০ বছরে জেসিআই ঢাকা কসমোপলিটন নারীর ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য, নাগরিক অধিকার, এডভোকেসি ইত্যাদির ওপর গুরুত্বারোপ করে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের নিয়ে একটি প্রাণবন্ত নেটওয়ার্কে পরিণিত হয়েছে জেসিআই ঢাকা কসমোপলিটন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন