ইন-হাউজ ফুড কোর্টে খাবার গ্রহণের সময়, ব্যাংকের কর্মকর্তারা তাদের পছন্দের পেমেন্ট পদ্ধতি হিসাবে আস্থা কিউআর, বিকাশ বা পিওএস বেছে নিতে পারেন। এর ফলে তারা স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা ও দ্রুত সেবা পাচ্ছেন।
ব্র্যাক ব্যাংক দৈনন্দিন লেনদেনে নগদের ব্যবহার কমাতে এবং ক্যাশলেস পেমেন্ট প্রসারের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা কিউআর পেমেন্ট চালু করেছে এবং ঢাকা শহরের ডিজিটাল গবাদি পশুর হাট পাইলট প্রকল্পে অগ্রণী ভূমিকা পালন করেছে।
ক্যাশলেস উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. সাব্বির হোসেন বলেন, ব্র্যাক ব্যাংক সব সময় বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল ট্রান্সফর্মেশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সহকর্মীদের স্বাচ্ছন্দ্য এবং অর্থ প্রদানের সহজতা আনতে ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে।
অর্থসংবাদ/এসএম