কোম্পানিগুলো পর্ষদ সভা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা দিবেন এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংকের ১২টায় এবং নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ১টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো পর্ষদ সভা শেষে লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা দিতে পারে।
এছাড়াও, ফু-ওয়াং ফুডের সকাল সাড়ে ১০টায়, আমরা নেটওয়ার্কের সাড়ে ১০টায়, সিনোবাংলার সাড়ে ১১ টায়, হাক্কানী পাল্পের সাড়ে ১১টায়, বেক্সিমকো ফার্মার সাড়ে ১১টায়, রেনাটার ১২টায়, আমরা টেকনোলজির সাড়ে ১২টায়, ক্রাউন সিমেন্টের ১২টায়, বেক্সিমকোর সাড়ে ১২টায়, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ১টায়, শাইনপুকুর সিরামিকের ১টা ৩০মিনিটে, রহিমা ফুডের পর্ষদ সভা ৩ টায়, খুলনা পাওয়ারের ৩ টায়, তিতাস গ্যাসের সাড়ে ৩ টায়, যমুনা অয়েলের ৩টায়, ইনফর্মেশন সার্ভিসেসের ৪টায়, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪টায়, আনলিমা ইয়ার্নের সাড়ে ৩টায়, ডেল্টা স্পিনিংয়ের ৩টায়, ড্রাগন সুয়েটারের ৩টায়, আরএন স্পিনিংয়ের ৩ টায়, ফেডারেল ইন্স্যুরেন্সের ২টা ৩০ মিনিটে, ইউনিক হোটেলের ৩টায়, মুন্নু এগ্রোর সাড়ে ৪টায়, বেঙ্গল উইনসোরের ৪টায়, মুন্নু সিরামিকের সাড়ে ৫টায়, আমান ফিডের সাড়ে ৪টায়, আমান কটোনের ৫টায়, তুংহাই নিটিংয়ের সাড়ে ৩টায়, হামিদ ফেব্রিক্সের ৪টায়, শমরিতা হাসপাতালের সন্ধ্যা সাড়ে ৭টায় এবং মীর আক্তারের সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো পর্ষদ সভা শেষে প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
অর্থসংবাদ/এসএম