উখিয়ায় নারী স্বাস্থ্যকর্মী হত্যা মামলার ২ আসামি আটক

উখিয়ায় নারী স্বাস্থ্যকর্মী হত্যা মামলার ২ আসামি আটক
উখিয়ায় নারী স্বাস্থ্যকর্মী লুলু আল মারজানকে (৩৮) কুপিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ মে) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন ঘাতক মো: ইউসুফের বাবা মো: জাহাঙ্গীর আলম (৬০) ও ভাই মো: সেলিম (২১)।

তিনি জানান, গতকাল শনিবার রাতে প্রায় সাত ঘণ্টার অভিযানে মারজান হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতা মো: ইউসুফ আত্মগোপনে। তাকে ধরার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ মে) রাত ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার নিজ বাড়িতে লুলু আল মারজানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় মামলা করেন নিহতের মেজ মেয়ে। মামলায় এজাহারনামীয় আসামি চারজন। অজ্ঞাতনামা রয়েছে আরো চারজন।

লুলু মারজান উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মরহুম মমতাজ মিয়ার স্ত্রী ও পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য। তিনি স্থানীয় এমএসএফ হাসপাতালে মিডওয়াইফ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ইউসুফ একজন মাদক কারবারি। এর আগে র‌্যাব তাকে গ্রেফতার করে। কারামুক্ত হয়ে হত্যাকাণ্ডটি ঘটায়। লুলু আল মারজানের বাবা আলমগীর মেম্বারকে ২৫ বছর আগে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন ঘাতক মো: ইউসুফের বাবা মো: জাহাঙ্গীর আলম।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট