জবিতে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন

জবিতে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে কবি গুরুর জন্মদিন পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো ইমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংগীততের এই সংহতিকে আমাদের জাতীয় জীবনেও ধরে রাখতে হবে। রবীন্দ্রনাথ কম কথায় অত্যন্ত ভাবগম্ভীর লেখা লিখতেন। তার লেখার সাথে অন্য কারো তুলনা চলেনা। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সৃংস্কৃতি চর্চা বৃদ্ধির ওপর জোর দেন।

এছাড়াও অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ‘ওই মহামানব আসে রাইমা মজুমদার রাত্রি এর’, ‘প্রাণ ভরিয়ে তৃষ্ণা হারিয়ে’, ‘বাংলার মাটি বাংলার জল’, ‘আমার মাথা নত করে দাও হে তোমার’, ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো’, ‘কান্না হাসির দোল দোলানো’, ‘বজ্র মানিক দিয়ে গাঁথা সোমা’, ’চরণধ্বনি শুনি তব’ ও ‘আমার মুক্তি আলোয় আলোয়’ ইত্যাদি শিরোনামে গান গাওয়া হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি