জবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই দফা দাবিতে মানববন্ধন

জবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই দফা দাবিতে মানববন্ধন
রাজধানীর গেন্ডারিয়ায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গাফিলতিকে দায়ী করে দোষীদের শাস্তির আওতায় ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী উদ্ভিদবিজ্ঞান বিভাগের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তিতাস ওয়াসার যে গাফিলতির কারণে শাওনের মৃত্যু হলো তাকে নিছক দূর্ঘটনা নয়, হত্যাই বলা চলে। শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে ২ দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো:

১. যাদের গাফিলতি এবং অসতর্কতার কারনে শাওনের মৃত্যু হলো সেই ওয়াসা ও তিতাস কতৃপক্ষকে যথোপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে এবং অতি দ্রুত তা বাস্তবায়ন করতে হবে।

২. পরিবারের একমাত্র ছেলে হারানো শাওনের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে ও কোনোপ্রকার গড়িমসি না করে সেটি যত দ্রুত সম্ভব তাদের হাতে তুলে দিতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি