যিনি পেশায় একজন ইংরেজি ভাষা প্রশিক্ষক ও উদ্যোক্তা। ২০১৫ সাল থেকে ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে কাজ করছেন, কাজ করেছেন বাংলাদেশ পুলিশ, শেখ হাসিনা যুব উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে, ইপিলিয়ন গ্রুপসহ বিভিন্ন করপোরেট অফিসে। এ ছাড়া সংযুক্ত আছেন প্রায় ২০টি সামাজিক সংগঠনের সঙ্গে, পাশাপাশি তিনি ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন।
তরুণদের নিয়ে কাজ করার অবদান স্বরূপ গত ২৮ এপ্রিল তিনি ‘সাউথ এশিয়ান ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০২৩’ সম্মাননা পান। ইংরেজি শেখানোর জন্য নিজে প্রতিষ্ঠা করেন ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড। যেখানে তিনি ছোট-বড় সবার জন্য ইংরেজি দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তা ছাড়া ইংরেজি ভাষাকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে অনলাইন তৈরি করছেন বিভিন্ন ভিডিও কনটেন্ট। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছেন। তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করেন। নোয়াখালীতে জন্মগ্রহণ করলেও ২০১৯ সালে তিনি ঢাকায় চলে আসেন তার স্বপ্নকে বাস্তবায়ন করতে।
এখন ইংরেজি শেখার প্রতি আগ্রহীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি ইংরেজি শেখানোর মানুষও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইলিয়াস হোসেন তেমনই একজন শিক্ষক। যিনি ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার ‘ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড’র ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল পাশাপাশি অফলাইন ক্লাসের মাধ্যমে কখনো শেখাচ্ছেন দ্রুত ইংরেজি বলার কৌশল, কখনো আবার বুঝিয়ে দিচ্ছেন করপোরেট ইংরেজির ফিরিস্তি।
তিনি বলেন, ইংরেজি শেখা ও শেখানো এই পথটি অত সহজ ছিল না, জীবনে অনেক বাধা অতিক্রম করে আজকের এই অবস্থানে এসেছি এবং বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করছি। তা ছাড়া ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডের যাত্রাটা কীভাবে শুরু হয়েছিল? এ সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘ইংরেজি যেহেতু একটি আন্তর্জাতিক ভাষা তাই ছোট থেকেই এ ভাষা শেখার প্রতি আমার খুব আকর্ষণ কাজ করত, ইংরেজি ভাষা শিখতে ও শেখাতে দুটোই খুব ভালো লাগত, যেহেতু বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ইংরেজি শেখার কোনো বিকল্প নেই, তাই নিজেকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এই দেশের তরুণ সমাজের জন্য কিছু করার প্রয়াস থেকেই ইংরেজি শেখানোকে ক্যারিয়ার হিসেবে নেওয়া। গ্রামারে ভালো ছিলাম কিন্তু ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারতাম না। আমি মনে করি, ইচ্ছাশক্তি ও প্র্যাকটিসের দ্বারা মানুষ যে কোনো ভাষা রপ্ত করতে পারবে। ২০২০ সালের জানুয়ারি মাসে ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই করোনা মহামারীতে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আলহামদুলিল্লাহ সবার দোয়া ও ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি আস্থার সঙ্গে মানুষের সেবায় কাজ করছে। মানুষকে সহজ, সুন্দর ও সাবলীল ভাষায় ইংরেজি শিখতে সাহায্য করছে।’