ইবিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভা

ইবিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভা
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা এবং দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা: উৎস ও প্রতিকার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মে) সকাল সাড়ে ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অধ্যাপক গাজী মো. মাহবুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভুঁইয়া। এছাড়া, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. বাকী বিল্লাহ।

এ সময় উপাচার্য শেখ আবদুস সালাম বলেন, বাংলাদেশের দারিদ্র্যের জায়গাটা এখন বিত্তের ভিতরে সীমাবদ্ধ নেই। দারিদ্র্যের জায়গাটা আসলে তৈরি হয়েছে আমাদের মনে। যে কোনও ভাবে সম্পদ আহরণ, যেকোনো ভাবে নিজে ভালো থাকবো, এই মানসিকতা থেকে আমাদের মধ্যে যে প্রতিযোগিতা, সেই মানসিকতা থেকে যদি বেরিয়ে আসা যায়, এর বিরুদ্ধে যদি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যায়, রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিকারের উদ্যোগগুলো নেয়া হয় এবং আমরা যদি কমিটমেন্ট করি আমি নিজে দুর্নীতিমুক্ত থাকবো, আমার পরিবারকে দুর্নীতিমুক্ত রাখবো তাহলে নিশ্চয়ই আমরা আমাদের দেশ-পরিবার-সমাজকে দুর্নীতি থেকে মুক্ত রেখে সুনীতি চর্চার মাধ্যমে একটি কাম্য এবং কাঙ্খিত সমাজ গড়ায় অবদান রাখতে পারবো।

তিনি আরও বলেন, যাদের ওপর আমরা ভরসা করতে পারি, যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি তারা হচ্ছে আমাদের এই প্রজন্ম। তিনি আরও বলেন, আসলে ফেরেশতা এবং শয়তান আমাদের প্রবৃত্তিতে বসবাস করে। যদি অ্যানিমেল প্রবৃত্তিটা আমাদের মধ্যে প্রবল হয়ে যায় তাহলে সমাজ থাকে অস্থির, দুর্নীতিগ্রস্ত। যদি সুশাসন, ন্যায্যতা, ন্যায়নীতির ভাগটা বেশি থাকে তাহলে সমাজটাকে সুস্থ সমাজের বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখতে পাই। ভাইস চ্যান্সেলর বলেন, ঔচিত্যবোধের বাইরে গিয়ে অনুচিত কাজগুলো করে যত বিত্তশালী ও বুদ্ধিমান মানুষ হোন পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ হবেন আপনি। অন্যায়-অনিয়ম করে, সুনীতির বাইরের কাজ করে আমরা দুর্বল মানুষে পরিণত হতে চাই না, আজকেই আমরা আপনারা সবাই এই প্রতিজ্ঞা করি।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস। সবশেষে কলকাতার বাগুইয়াটি নৃত্য মন্দির (বিএনএম) একটি নৃত্যনাট্য ‘সাইলেন্স’ পরিবেশন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ পরিবেশনাটি উপভোগ করেন।

অর্থসংবাদ/সাকিব/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি