পরিস্থিতি পূর্ব পাকিস্তানের মতো হতে পারে, হুঁশিয়ারি ইমরান খানের

পরিস্থিতি পূর্ব পাকিস্তানের মতো হতে পারে, হুঁশিয়ারি ইমরান খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশ ‘দ্রুত বিপর্যয়ের’ দিকে অগ্রসর হচ্ছে এবং এটি বিচ্ছিন্নতার মুখোমুখি হতে পারে। এখনই পদক্ষেপ না নিলে পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি হতে পারে।

বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

ইমরান খান অভিযোগ করেছেন ক্ষমতাসীন জোট তার দলের বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসানের একমাত্র সমাধান নির্বাচন করা।

সরকারি দলের সমালোচনা করে তিনি বলেছেন, ‘লন্ডনে নিখোঁজ পিডিএম নেতারা এবং নওয়াজ শরিফ দেশের সংবিধানকে অপমান করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা, এমনকি পাকিস্তান সেনাবাহিনীর বদনাম হওয়া নিয়ে উদ্বিগ্ন নয়। তারা লুণ্ঠিত সম্পদ বাঁচানোর জন্য তাদের স্বার্থ খুঁজছে।’

ইমরান বলেন, ‘আমি একটি ভীতিকর স্বপ্ন দেখছি যে, দেশ দ্রুত বিপর্যয়ের দিকে যাচ্ছে। আমি ক্ষমতাবানদের কাছে আবেদন করছি, নির্বাচন দিন এবং দেশকে বাঁচান।’

তিনি বলেন, ‘এখনই উপযুক্ত সময় ক্ষমতাসীনদের বুদ্ধিমানের সাথে পুনর্বিবেচনা করা, অন্যথায় দেশ পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতির মুখোমুখি হবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না