ফার্স্ট রিপাবলিক ব্যাংকের ১৫ শতাংশ কর্মী ছাঁটাই

ফার্স্ট রিপাবলিক ব্যাংকের ১৫ শতাংশ কর্মী ছাঁটাই
চলমান সংকট মোকাবেলায় বড় সংখ্যক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ফার্স্ট রিপাবলিক ব্যাংক। যা মোট কর্মীর ১৫ শতাংশ। সম্প্রতি এমনটাই জানিয়েছে সদ্য মালিকানা পাওয়া প্রতিষ্ঠান জেপি মরগ্যান চেজ। খবর বিবিসি।

ক্ষতিগ্রস্তরা আগামী ষাট দিনের জন্য বিশেষ ভাতা ও সুবিধা পাবেন। ছাঁটাই কর্মীদের নতুন চাকরির অনুসন্ধানে সহযোগিতা করা হবে। তবে ছাঁটাইয়ের সংখ্যা নির্দিষ্ট করা না হলেও তা এক হাজারের কাছাকাছি।

আর্থিক সংকটের কারণে চলতি বছরের ১ মে ফার্স্ট রিপাবলিক ব্যাংককে অধিগ্রহণ করে আরেক মার্কিন প্রতিষ্ঠান জেপি মরগ্যান চেজ। পুনরায় চালু করা হয়েছে ৮টি রাজ্যে ৮৪ টি অফিস। ঢেলে সাজানোর পরিকল্পনা নেয়া হয়েছে ব্যবস্থাপনা। তার ভিত্তিতেই ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত।

প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, গত মার্চ থেকেই কর্মীরা অনিশ্চয়তা ও উদ্বিগ্নতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন। বর্তমান ঘোষণায় বিষয়টি স্পষ্ট হতে যাচ্ছে।

গত বছরের শেষ দিকেও ফার্স্ট রিপাবলিক ব্যাংক ছিল বৃহৎ ঋণদাতা মার্কিন প্রতিষ্ঠানগুলোর একটি। চলতি বছরের এপ্রিলে মোট সম্পদ ছিল দুই হাজার কোটি ডলার। আকস্মিকভাবে সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) ও সিগনেচার ব্যাংকের পতন অনিশ্চয়তা নিয়ে এসেছে মার্কিন ব্যাংক খাতে। সংকট মোকাবেলা করতে না পেরে এপ্রিলের শেষ দিকেই ধসে পড়ে ফার্স্ট রিপাবলিক ব্যাংক।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না