8194460 কুমিল্লায় এএনএফের শেয়ার ক্রয়-বিক্রয় সেবা চালু - OrthosSongbad Archive

কুমিল্লায় এএনএফের শেয়ার ক্রয়-বিক্রয় সেবা চালু

কুমিল্লায় এএনএফের শেয়ার ক্রয়-বিক্রয় সেবা চালু
কুমিল্লার দক্ষিণাঞ্চলে শেয়ার ক্রয়-বিক্রয় সেবা চালু করেছে এএনএফ কোম্পানি। শুক্রবার (২৬ মে) লাকসামের পাইওনিয়ার সিটি নিউ মার্কেটে প্রতিষ্ঠানটির অফিস উদ্বোধন করা হয়।

আমির হোসেন দুলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া। তিনি বলেন, যেহেতু এ অঞ্চলে প্রতিষ্ঠানটি এখনো পরিচিতি পায়নি সে জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি শেয়ার ব্যবসায় কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে সাধারণ মানুষ এর সুবিধা পাবে।

শেয়ার ক্রয়-বিক্রয় সেবা প্রদানকারী এএনএফ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক আমির হোসেন দুলাল বলেন, কুমিল্লা দক্ষিণ অঞ্চলের শেয়ারবাজারে যারা ব্যবসা করছেন, তাদের শেয়ার কিনতে ঢাকা বা কুমিল্লা যেতে হবে। এতে সময়ের সাথে সাথে অর্থও খরচ হয় সেজন্য আমরা শেয়ার ব্যবসায়ীদের সুবিধার্থে লাকসামে বসে শেয়ার ক্রয়-বিক্রয়ের সেবা প্রদানের জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছি যাতে শেয়ার ব্যবসায়ীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভালো পরামর্শ দেওয়া যায়। ইতিমধ্যেই যথেষ্ট সাড়া পাওয়া গেছে, আমরা আশা করি শেয়ার ব্যবসায়ীদের ব্যবসা সহজতর হবে।

এসময় মনির হোসেন, বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলমসহ লাকসাম বাজারের ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কোম্পানির সিইও হিসেবে রয়েছেন লাকসামের কৃতি সন্তান ফজলে রহমান আয়াজ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি