স্পেন দূতাবাস ও আস্থা লাইফের মধ্যে বীমা চুক্তি

স্পেন দূতাবাস ও আস্থা লাইফের মধ্যে বীমা চুক্তি
ঢাকাস্থ স্পেন দূতাবাস এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ জুন) গুলশানস্থ স্পেন দূতাবাসের অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে আস্থা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক (অব.) এবং স্পেন দূতাবাসের পক্ষে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. ফ্রান্সিস্কো ডি আশিস বেনিতেজ সালাস।

এছাড়াও স্পেন দূতাবাসের চ্যান্সেলরসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির মাধ্যমে ঢাকায় অবস্থিত স্পেন দূতাবাসের কর্মজীবীগণ সপরিবারে আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
৩৪ ব্যাংক ‘ব্যাংকাস্যুরেন্স’ ব্যবসায় অযোগ্য
কমেছে জীবন বিমার বিনিয়োগ, বেড়েছে সাধারণ বিমার
বিআইএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফের সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারপারসন শেখ কবির
মেটলাইফের বিমা সুবিধা পাবেন ক্যাল বাংলাদেশের কর্মীরা
বেস্ট সিইও'র স্বীকৃতি পেলেন ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন
বিমা খাতের বড় সমস্যা কর্পোরেট গভর্নেন্সের অভাব
দুর্বল বিমা কোম্পানিকে মূলধারায় নিয়ে আসার চেষ্টা করতে হবে
যাত্রা শুরু করলো শান্তা লাইফ ইন্স্যুরেন্স