ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, পলিসিহোল্ডারদের স্বার্থ রক্ষা এবং কোম্পানির সুশাসন নিশ্চিত করার জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে কোম্পানিটির পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইডিআরএ জানিয়েছে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সময়মতো বিমা দাবি পরিশোধ না করার কারণে পলিসিধারীরা ক্রমাগত আইডিআরএ’র কাছে অভিযোগ দায়ের করছেন। এরই ধারাবাহিকতায় আইডিআরএ এ সিদ্ধান্ত নিয়েছে।
অর্থসংবাদ/এসএম