ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় বন্ধ থাকবে ট্রাক পারাপার

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় বন্ধ থাকবে ট্রাক পারাপার
ঈদুল আজহার আগে ও পরে তিনদিন করে মোট সাতদিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে  বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। এ সিদ্ধান্তের বাইরে থাকবে পচনশীল পণ্যবাহী ট্রাক। এ সময়ের চাহিদা মোকাবেলায় ঘাটে প্রস্তুত রাখা হয়েছে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ। সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। যার আলোচ্য ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঈদযাত্রায় নির্বিঘ্ন পারাপার ও যাত্রী সেবার মান বৃদ্ধি।

সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়রুজ্জামান, বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন ও গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়রুজ্জামান বলেন, ঈদুযাত্রায় ঘাটে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। চাঁদাবাজি, ছিনতাই ও অপরাধ দমনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোরবানির গরু বহনকারী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পার হবে।

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ঈদুল আজহায় পারাপার নির্বিঘ্ন করতে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। পচনশীল পণ্য বাদে ঈদের আগে ও পরে তিনদিন করে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। ঘাটে প্রস্তুত রাখা হয়েছে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট