অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রতিনিধি ও ব্যাংকের পরিচালক ড. আরিফ সুলেমান।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী শহীদুল আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ সালেহ জহুর, সদস্য মো. কামরুল হাসান, ড. মো. ফসিউল আলম, ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, ইসলামী ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ব্যাংক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী। এছাড়াও বিশেষজ্ঞ কনসালটেন্ট, ইসলামী ব্যাংক ও ফাউন্ডেশনের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতালটি ২৪ ঘন্টা কার্ডিয়াক ইমার্জেন্সিসহ সব আধুনিক সুবিধা দিয়ে সজ্জিত। এখানে বাংলাদেশের সর্বপ্রথম কিউএফআর সুবিধা সম্বলিত অত্যাধুনিক দুইটি ক্যাথ ল্যাব রয়েছে। হাসপাতালটিতে আরো আছে এমআইসিএস সার্জারি সম্বলিত দুইটি আধুনিক কার্ডিয়াক অপারেশন থিয়েটার। আরো আছে থ্রি টেসলা কার্ডিয়াক এমআরআই, সিটি স্ক্যানসহ অত্যাধুনিক সুবিধা সম্বলিত সিসিইউ, আইসিইউ, সিআইসিইউ, জিএইচডিইউ এবং সিএইচডিইউ। এখানে ডায়ালাইসিস এবং গ্যাস্ট্রো এন্টারোলজির সেবাসহ ল্যাবরেটরি এবং ইমেজিং এর পূর্ণাঙ্গ সুবিধা রয়েছে। হাসপাতালটিতে বর্তমানে বহিঃ বিভাগ চালু রয়েছে এবং খুব শীঘ্রই সব ধরনের জনসাধারণের জন্য স্বল্প খরচে উন্নত সেবা প্রদানের প্রত্যয়ে রোগী ভর্তি কার্যক্রম চালু হবে।