রোববার (২৫ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এম. আমনউল্লাহর হাতে সিআইপি কার্ড তুলে দেয়া হয়।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সিআইপি-২০২১ কার্ড প্রাপ্তদের হতে তুলে দেন বাণিজ্যমন্ত্রী। এসময় দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় ১৮০ ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে নির্বাচিত করে কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৪০ জন ও পদাধিকার বলে এফবিসিসিআইর ৪০ জন পরিচালক সিআইপি কার্ড পান। ২০২১ সালের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাদেরকে নির্বাচিত করে বাণিজ্য মন্ত্রণালয়।