তিন প্রকল্পে ৩ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে ফ্রান্স

তিন প্রকল্পে ৩ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে ফ্রান্স
সাড়ে ২০ কিলোমিটার আলাদা লেন নির্মাণ (বিআরটি) সহ তিনটি অবকাঠামো প্রকল্পে ৩০ কোটি ৩০ লাখ ডলার ঋণ দিচ্ছে ফ্রান্স সরকারের অর্থায়নকারী সংস্থা এএফডি। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা। গত বৃহস্পতিবার এ বিষয়ে দু’পক্ষের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআরটির জন্য বৃহত্তর ঢাকা টেকসই নগর পরিবহন পরিকল্পনা প্রকল্পে অতিরিক্ত ৬ কোটি ২০ লাখ ইউরো ঋণের জন্য এএফডির সঙ্গে চুক্তি হয়েছে। উত্তর কাট্টলিতে পানি সংগ্রহের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পয়ঃনিষ্কাশন প্রকল্পে ১৭ কোটি ৫০ লাখ ইউরো এবং বাংলাদেশ টেকসই পরিবেশ এবং রূপান্তর প্রকল্পে ৪ কোটি ইউরো ঋণের জন্য চুক্তি হয়েছে। তিন প্রকল্পে এএফডির মোট অর্থায়নের পরিমাণ ২৭ কোটি ৭০ লাখ ইউরো বা ৩০ কোটি ৩০ লাখ ডলার।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং এএফডির পক্ষে সংস্থার কান্ট্রি ডিরেক্টর বেনোইত ছাসাতে স্বাক্ষর করেন। প্রথম প্রকল্পের উদ্দেশ্য গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটি অবকাঠামো নির্মাণ করে দ্রুত নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা চালু করা।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ