এফএও শুক্রবার (৭ জুলাই) বলেছে, মে থেকে জুন মাসে মূল্যসূচক ১২৪ পয়েন্ট থেকে ১২২ দশমিক ৩ পয়েন্টে নেমে এসেছে। ২০২১ সালের এপ্রিল মাসের পর এটিই সর্বনিম্ন অবস্থান হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
এই মুহূর্তে মূল্যসূচকটির যে অবস্থান তা সূচকের সব সময়ের সর্বোচ্চ অবস্থান থেকে ২৩ দশমিক ৪ শতাংশ নিচে রয়েছে।
২০২২-২৩ অর্থবছরে বিশ্বে খাদ্যশস্যের উৎপাদন কম হতে পারে বলে এফএও পূর্বাভাসে ধারণা করেছিলো। বিশ্বজুড়ে টানা চার বছর খাদ্যশস্য উৎপাদনের ঊর্ধ্বগতির পর এবারই প্রথম কম উৎপাদন হতে পারে।