কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্টের আইন লঙ্ঘন, বিএসইসির ব্যাখ্যা তলব

কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্টের আইন লঙ্ঘন, বিএসইসির ব্যাখ্যা তলব
মিউচুয়াল ফান্ড আইন লঙ্ঘন করায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যাখ্যা তলব করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১২ জুলাই) বিএসইসির সহকারী পরিচালক মো. মতিউর রহমানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছর (৩১ ডিসেম্বর, ২০২২) পর্যন্ত কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্টের নিট সম্পদের পরিমাণ ৪ কোটি টাকা। যা কোম্পানিটির পরিশোধিত মূলধনের ৪০ শতাংশ। সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর ২৭ (ক) অনুযায়ী, কোন প্রতিষ্ঠানের নিট সম্পদের পরিমাণ পরিশোধিত তুলনায় ১০ শতাংশ হ্রাস পেলে সেটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধনের অযোগ্য হবে। এক্ষেত্রে কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্টের নিট সম্পদের পরিমাণ ৬০ শতাংশ কম।

কোম্পানিটিকে দেওয়া বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিট মূল্য ছিল ৪ কোটি টাকা যা পরিশোধিত মূলধনের ৪০ শতাংশ। এটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর ২৭(১)(ক) এর স্পষ্ট লঙ্ঘন।

আইন লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটিকে সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে বিএসইসি।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত