কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক হলেন মনির

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক হলেন মনির
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঠাকুরকান্দি গ্রামের মনির হোসেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

মনির হোসেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঠাকুরকান্দি গ্রামের মৃত ওসমান খলিফার ছেলে। ২০১৩ সালে তিনি মহিষখোলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৫ সালে শরীয়তপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়াশোনা করছেন।

ছাত্রলীগের উপদফতর সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর মনির হোসেন বলেন, আমি সবসময় নিজেকে একজন মুজিব আদর্শের সৈনিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। যখন যে দায়িত্ব দেয়া হয়েছে, সেখানে নিজের সর্বোচ্চটা দিয়েছি। এবারও তার ব্যতিক্রম হবে না।

স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন মনির হোসেন। এর আগে, তিনি ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রলীগের উপদফতর সম্পাদক ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পান। এ ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‌‘কীর্তিনাশা’র সাবেক সাধারণ সম্পাদক। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নড়িয়া উপজেলা শিক্ষার্থী সংসদের প্রতিষ্ঠাতা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নির্বাচনী প্রচারে টেলিগ্রাম চ্যানেল খুললো আ. লীগ
নির্বাচন থেকে সরে গেলেন জাপার তিন প্রার্থী
নির্বাচনে ভোটারদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ: কাদের
মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না: প্রধানমন্ত্রী
আ.লীগের আমলে বেড়েছে মাথাপিছু আয়
পল্টনের খাদে পড়ে গেছে বিএনপির এক দফা: কাদের
বিএনপির রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই: শেখ হাসিনা
ঢাকায় নির্বাচনী জনসভার অনুমতি পেল আ.লীগ
বছরে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে আ.লীগ: কাদের
বিকেলে ৬ জেলার জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন শেখ হাসিনা