কোটিপতি ইউটিউবারের বাড়িতে আয়কর হানা, উদ্ধার ২৪ লক্ষ টাকা

কোটিপতি ইউটিউবারের বাড়িতে আয়কর হানা, উদ্ধার ২৪ লক্ষ টাকা

উত্তরপ্রদেশের বরেলিতে এক ইউটিউবারের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। তাঁর বাড়ি থেকে পাওয়া গেল নগদ ২৪ লক্ষ টাকা। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।


ওই ইউটিউবারের নাম তসলিম। কয়েক বছর ধরে একটি ইউটিউব চ্যানেল চালান তিনি। ওই যুবক প্রায় এক কোটি টাকা আয় করেছেন বলে দাবি করা হয়েছে। অভিযোগ, বেআইনি ভাবে টাকা আয় করেছেন ওই ইউটিউবার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার।


শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাতেন ওই যুবক। তাঁর ভাই ফিরোজ দাবি করেছেন, তসলিম নিয়ম করে আয়কর মেটাতেন। তিনি দাবি করেছেন, ইউটিউব থেকে তাঁদের মোট আয় হয়েছে ১.২ কোটি টাকা। ইতিমধ্যেই কর বাবদ চার লক্ষ টাকা দিয়েছেন তাঁরা। ফিরোজ আরও বলেছেন, ‘আমরা কোনও অনৈতিক কাজ করিনি। আমরা আমাদের ইউটিউব চ্যানেল চালাই। ভাল আয় হয়। আয়কর হানা পরিকল্পিত চক্রান্ত।’


ইউটিউবারের মা দাবি করেছেন, তাঁর পুত্রকে অকারণে অভিযুক্ত করা হয়েছে। তবে ওই ইউটিউবারের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানা যায়নি।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না