কোটিপতি ইউটিউবারের বাড়িতে আয়কর হানা, উদ্ধার ২৪ লক্ষ টাকা

কোটিপতি ইউটিউবারের বাড়িতে আয়কর হানা, উদ্ধার ২৪ লক্ষ টাকা

উত্তরপ্রদেশের বরেলিতে এক ইউটিউবারের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। তাঁর বাড়ি থেকে পাওয়া গেল নগদ ২৪ লক্ষ টাকা। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।


ওই ইউটিউবারের নাম তসলিম। কয়েক বছর ধরে একটি ইউটিউব চ্যানেল চালান তিনি। ওই যুবক প্রায় এক কোটি টাকা আয় করেছেন বলে দাবি করা হয়েছে। অভিযোগ, বেআইনি ভাবে টাকা আয় করেছেন ওই ইউটিউবার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার।


শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাতেন ওই যুবক। তাঁর ভাই ফিরোজ দাবি করেছেন, তসলিম নিয়ম করে আয়কর মেটাতেন। তিনি দাবি করেছেন, ইউটিউব থেকে তাঁদের মোট আয় হয়েছে ১.২ কোটি টাকা। ইতিমধ্যেই কর বাবদ চার লক্ষ টাকা দিয়েছেন তাঁরা। ফিরোজ আরও বলেছেন, ‘আমরা কোনও অনৈতিক কাজ করিনি। আমরা আমাদের ইউটিউব চ্যানেল চালাই। ভাল আয় হয়। আয়কর হানা পরিকল্পিত চক্রান্ত।’


ইউটিউবারের মা দাবি করেছেন, তাঁর পুত্রকে অকারণে অভিযুক্ত করা হয়েছে। তবে ওই ইউটিউবারের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানা যায়নি।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া