এশিয়া ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ অনুমোদন

এশিয়া ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড সর্বশেষ হিসাববছরে (২০২২) বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। সোমবার (১৭ জুলাই) কোম্পানির ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এশিয়া ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ্ হারুনের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবুল বশর চৌধুরী, ওয়ালিদ মো. সমুয়েল, ডা. মুনাল মাহবুব, রাশেদুল ইসলাম এবং তারিক সুজাত, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রফিকুল ইসলাম এজিএমে সংযুক্ত ছিলেন। এছাড়াও বিনিয়োগকারীরা ভার্চুয়ালি এ এজিএমে সংযুক্ত হন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. আতিক উল্যাহ্ মজুমদার।

সভায় সমাপ্ত বছরের (৩১ ডিসেম্বর, ২০২২) বার্ষিক প্রতিবেদনের উপর মুখ্য নির্বাহী কর্মকর্তা আলোকপাত করেন। তিনি জানান, ২০২২ সালে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৭৯ কোটি ৩৫ লাখ টাকা। আগের বছর (২০২১) কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৭৫ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ এক্ষেত্রে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭১ শতাংশ । এক্ষেত্রে নীট প্রিমিয়াম আয় হয়েছে ৪৩ কোটি ৩০ লাখ টাকা ।

অপরদিকে, ২০২২ সালে অবলিখন মুনাফা হয়েছে ১৪ কোটি ২৮ লাখ টাকা । কর পরবর্তী মুনাফা হয়েছে যথাক্রমে ৯ কোটি ৮২ লাখ টাকা । এছাড়া আলোচ্য ২০২২ সালের হিসাব মতে কোম্পানির এফ.ডি.আর ও মোট সম্পদের পরিমান হলো যথাক্রমে ৮৬ কোটি ০১ লাখ টাকা ও ২৪৩ কোটি ০৩ লাখ টাকা ।

এদিকে, ২০২২ অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৯ পয়সা ও শেয়ার প্রতি নীট সম্পদ মূল্যের পরিমান ২৬ টাকা ৮৮ পয়সা। যা পূর্ববর্তী বছরে যথাক্রমে ৩ টাকা ২৯ পয়সা ও ২৬ টাকা ৫৭ পয়সা ছিল। আর্থিক বিবরনী বিশ্লেষণ ও বিবেচনায় বর্তমানে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড বিগত ২০২০ইং সাল থেকে ধারাবাহিক ভাবে ‘এএ+’ রেটিং প্রাপ্ত একটি কোম্পানি।

অনুষ্ঠিত এই বার্ষিক সাধারন সভায় উদ্যোক্তা শেয়ারহোল্ডার পরিচালকদের মধ্যে আবুল বশর চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ফারজানা আফরোজ পরিচালক পদে পুনঃনির্বাচিত হয়েছেন। বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিনিধিত্বকারী পরিচালক তারিক সুজাত, সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের প্রতিনিধিত্বকারী পরিচালক রাশেদুল ইসলাম কোম্পানির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসাবে সৈয়দ সাজেদুল করিম এবং মোহাম্মদ দেলোয়ার হোসেনের নিয়োগ শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত