অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ডিএসই

অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ডিএসই
পুঁজিবাজারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেইজ ও গ্রুপের মাধ্যমে এক শ্রেণীর অসৎ ব্যক্তিবর্গ গুজব ছড়াচ্ছে। এ ধরণের গুজব ও বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত হয়ে যদি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, তবে এর দায় নেবে না প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৮ জুলাই) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মো. শফিকুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে পুঁজিবাজারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেইসবুক পেইজ দ্বারা এক শ্রেণীর অসৎ ব্যক্তিবর্গ বিভিন্ন গুজব ছড়াচ্ছে৷ এছাড়াও বিভিন্ন ইস্যুতে এসব গ্রুপ বা পেইজে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমনকি তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে৷ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীগণ।

এক্ষেএে ডিএসইর নাম ব্যবহার করে যে সব ভূয়া অ্যাকাউন্ট বা ফেইসবুক আইডি ব্যবহার করা হচ্ছে সেগুলো হলো- ডিএসই শেয়ার আলো, ডিএসই গেমলিং আইটেম, শেয়ার বাজার, শেয়ার মার্কেট সুপার স্টার, ডিএসই ইনভেষ্টর ক্লাব, সুরাইয়া সুমি নামসহ আরও অনেক গ্রুপ। এসব ফেক আইডি বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কোম্পানি সম্পর্কে অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে ঐসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে উত্সাহিত করছে৷ প্রকৃত পক্ষে ডিএসইতে এই ধরণের কোন গ্রুপ নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসই পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিনিয়োগকারীদের অবগতির জন্য জানাচ্ছে যে, ডিএসই’র একমাএ তথ্যভান্ডার হলো ওয়েবসাইট (dsebd.org)৷ কেউ যদি নাম সর্বস্ব গ্রপের দ্বারা প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়, তবে ডিএসই কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না৷ তবে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড৷

উল্লেখ্য, গতকাল (সোমবার) অর্থসংবাদে ‘শেয়ারবাজারে গুজবের হাতিয়ার সোশ্যাল মিডিয়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বিভিন্ন ফেসবুক পেইজ, আইডি ও গ্রুপের সঙ্গে ডিএসই যুক্ত করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি তুলে ধরা হয়। সংবাদটি ডিএসই কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার অর্থসংবাদকে বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় ডিএসইর নাম ব্যবহার করে বিভিন্ন তথ্য প্রচার করলেও আমরা বিষয়টি সেভাবে ভেবে দেখিনি। তবে আপনি যেসব বিষয়ে অবগত করেছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শেয়ারবাজার সংশ্লিষ্ট যে কোন তথ্য আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। ডিএসইর ফেসবুক পেইজ থাকলেও সেটি অনেকটাই নিষ্ক্রিয়। অন্য কোন গ্রুপ বা পেইজকে তথ্য সরবরাহের দায়িত্ব দেওয়া হয়নি। আমরা এখন বিষয়টি দেখবো।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত