ইবি সাতক্ষীরা ছাত্রকল্যাণ সমিতির নবীন ও প্রবীণ বিদায় অনুষ্ঠান

ইবি সাতক্ষীরা ছাত্রকল্যাণ সমিতির নবীন ও প্রবীণ বিদায় অনুষ্ঠান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের স্মরক প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি তারেক সাইমুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতর হোসেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম, সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, ইবি ল্যাব স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মিল হক মোল্লাহ, শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান আপা, অগ্রণী ব্যাংক লিমিটেডের ক্যাশ অফিসার জনাব ফজলুল হক।

এ ছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির শিক্ষার্থী নাহিদ হাসান।

এসময় সংগঠনের নতুন কমিটির সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাকিব হাসান দায়িত্ব পান।

পরে দুপুরে প্রীতিভোজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি