এদিকে উত্তরাঞ্চলের স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উন্নতির পর চলতি মাসে দেশে নতুন করে আর বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি কমছে। ব্রহ্মপুত্র ও যমুনার পানিও কমছে। তবে পানি বাড়ছে গঙ্গা ও পদ্মার, যা আগামী ২৪ ঘণ্টা (বুধবার সকাল ৬টা) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।