বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কর্তৃক পরিচালিত মাস্টার অব অ্যাপ্লাইড ফিন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেটের (এমএএফসিএম) ৫ম ব্যাচের (সামার ২০২৩) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিআইসিএম ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী পুঁজিবাজার সংশ্লিষ্ট পেশাজীবী ও শিক্ষার্থীগণ ভর্তি পরীক্ষায় অংশ নেন।
বিআইসিএম কর্তৃক পরিচালিত মাস্টার অব অ্যাপ্লাইড ফিন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট (এমএএফসিএম) প্রোগ্রামটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধিভুক্ত। মোট ৪টি সেমিস্টারে বিভক্ত ২ বছর মেয়াদি ৫১ ক্রেডিটের বিশেষায়িত এই প্রোগ্রামে মোট ১৬টি কোর্স রয়েছে। একমাত্র বিআইসিএম পুঁজিবাজার সংশ্লিষ্ট বিশেষায়িত এই মাস্টার্স প্রোগ্রাম পরিচালনা করে থাকে। এটি পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে, এবং পুঁজিবাজারে ক্যারিয়ার গড়ার জন্য বিশেষভাবে স্বীকৃত।
অর্থসংবাদ/এসএম