অর্থনৈতিক স্থবিরতায় আক্রান্ত দেশটির চার হাজার ৪০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির পঞ্চম ও ষষ্ঠ পর্যালোচনা সম্পূর্ণ করতে এ চুক্তি।
চুক্তিটি সম্পন্ন হতে এখন আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদনের প্রয়োজন।
বিধ্বংসী খরা আর্জেন্টিনার অর্থনৈতিক পরিবেশকে খুব চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নিয়ে গেছে। এর আগে জুনের শেষের কিছু আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি দেশটি।
রয়টার্স জানিয়েছে, এর আওতায় আর্জেন্টিনার পঞ্চম ও ষষ্ঠ কিস্তির ঋণ পর্যালোচনাকে একত্রিত করবে। এ পদক্ষেপের মাধ্যমে শিগগিরই অতিরিক্ত তহবিল পাওয়া যাবে। আইএমএফ বলেছে, আগামী মাসের দ্বিতীয়ার্ধে চুক্তিটি বিবেচনা করার জন্য বৈঠক করবে।
এক বিবৃতিতে আইএমএফ জানায়, গত মার্চে ঋণ কর্মসূচির চতুর্থ পর্যালোচনার পর থেকে খরার কারণে আর্জেন্টিনার অর্থনৈতিক পরিস্থিতি খুব চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। যা রফতানি ও দেশটির রাজস্ব আয়ের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এছাড়া নীতিগত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় অভ্যন্তরীণ চাহিদা ও বাণিজ্যে ভারসাম্য রাখা যায়নি।
কর্মী পর্যায়ে চুক্তি ও বোর্ডের অনুমোদনের মধ্যে সরকারকে কিছু অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে।
এ চুক্তিতে কিছু অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দিয়েছে আইএমএফ। যেমন কর বসিয়ে আমদানি চাহিদা হ্রাস ও ব্যয় নিয়ন্ত্রণ জোরদার।