রেকর্ড মাত্রায় জ্বালানি তেল মজুদ করছে চীন

রেকর্ড মাত্রায় জ্বালানি তেল মজুদ করছে চীন
চীন গত মাসে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল মজুদ করেছে। সস্তা দামের রুশ জ্বালানি তেল দেশটিতে মজুদ বাড়াতে সহায়তা করছে। ভবিষ্যতে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে দেশটিকে নানা সুযোগ-সুবিধাও দিচ্ছে রাশিয়া।

চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক। দেশটির বাণিজ্যিক ও কৌশলগত মজুদে গত মাসে দৈনিক ২১ লাখ ব্যারেল করে জ্বালানি তেল যোগ হয়েছে, যা ২০২০ সালের জুনেরর পর সর্বোচ্চ। এ বছরের মে মাসে মজুদে যোগ হয়েছিল দৈনিক ১৭ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনের মজুদ অবকাঠামোগুলোয় প্রতিদিন ৯ লাখ ৫০ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল যোগ হয়েছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। ওই সময় মজুদ অবকাঠামোগুলোয় প্রতিদিন যোগ হয়েছিল ৭ লাখ ৪০ হাজার ব্যারেল। বছরের প্রথমার্ধে পরিশোধন কার্যক্রম ঊর্ধ্বমুখী হয়ে উঠলেও দেশটি মজুদ বাড়াতে সক্ষম হয়েছে।

চীনের অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি এ বছর বেড়েছে ৪৫ দশমিক ৩ শতাংশ। সম্প্রতি দেশটির কাস্টমসের তথ্যসূত্রে এ চিত্র দেখা গেছে। অভ্যন্তরীণ চাহিদা কিছুটা কম থাকা সত্ত্বেও পরিশোধক প্রতিষ্ঠানগুলো এখন বেশকিছু মজুদ গড়ে তুলছে বলে জানা গেছে।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য বলছে, জুনে অপরিশোধিত তেলের আমদানি ছিল দিনপ্রতি ৫ কোটি ২০ লাখ ৬০ হাজার টন বা ১ কোটি ২৬ লাখ ৭০ হাজার ব্যারেল। মাসিক হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডের চিত্র, যা আগের বছরের জুনের তুলনায় ৬৭ লাখ ২০ হাজার ব্যারেল বেশি।

অপরিশোধিত তেল আমদানির চিত্র মাসওয়ারি হিসাবেও বেশ ঊর্ধ্বমুখী দেখা গেছে, গত মে মাসের তুলনায় জুনে এটা বাড়তে দেখা গেছে দিনপ্রতি ১ কোটি ২১ লাখ ১০ হাজার ব্যারেল। বছরের প্রথম প্রান্তিকে মোট আমদানির পরিমাণ ছিল ২৮ কোটি ২১ লাখ টন, যা আগের বছরের একই সময়ের ২৫ কোটি ২৫ লাখের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেশি।

প্রসঙ্গত, চলতি বছরের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা পূর্বাভাস বাড়িয়েছে রফতানিকারক দেশগুলোর জোট ওপেক। অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়ার আশঙ্কা সত্ত্বেও আগামী বছরের চাহিদা নিয়ে আশাবাদী জোটটি। কারণ চীন ও ভারত অব্যাহত জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না