চুক্তির ফলে ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের গ্রাহকরা বিকাশের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে সহজে, নিরাপদে এবং দ্রুততার সঙ্গে ঋণের কিস্তি পরিশোধের সুযোগ পাবেন। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানের জন্যও কিস্তি আদায় ব্যবস্থাপনা হবে আরো সহজসাধ্য ও কার্যকর।
সম্প্রতি বিকাশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আম্বালা ফাউন্ডেশনের দেশজুড়ে রয়েছে ১৮৭টি শাখা এবং ৯০ হাজার গ্রাহক। বিকাশের সঙ্গে করা চুক্তিটির ফলে আম্বালা ফাউন্ডেশনের গ্রাহকরা এখন বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি কোডের মাধ্যমে সহজেই ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন।