বেজা ও পেন্টা গ্লোবালের মধ্যে চুক্তি

বেজা ও পেন্টা গ্লোবালের মধ্যে চুক্তি
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পেন্টা গ্লোবাল লিমিটেডের মধ্যে ‘অ্যাপ্লিকেশন, হোস্টিং অ্যান্ড সাপোর্ট ফর নেক্সট জেনারেশন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) অনলালাইন সিস্টেম ফর বেজা’ শীর্ষক একটি সেবার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৯ আগস্ট বেজার নির্বাহী সদস্য মো. আলী আহসানের সভাপতিত্বে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় আগামী ১ বছর বেজাকে অনলাইন পোর্টাল ডেভেলোপমেন্ট, হোস্টিং এবং সাপোর্ট সার্ভিস সেবা দেবে পেন্টা গ্লোবাল লিমিটেড।

বেজার পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির মহাব্যবস্থাপক মো. খাইরুল হাসান। পেন্টা গ্লোবালের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফয়সাল জামান চুক্তিতে সই করেন।

জাইকা প্রতিনিধি তানাকা সান, পেন্টা গ্লোবালের চেয়ারম্যান শাহীন আলমগীর, নির্বাহী পরিচালক মো. তারেক জমির, সিটিও সুরদাস দেব রায়সহ বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জাইকার ( জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।

পেন্টা গ্লোবাল জানায়, বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ লক্ষ্য অর্জনে ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) চাহিদা এবং প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি। এ কাজে পেন্টা গ্লোবাল লিমিটেড সবসময় সহযোগিতা করছে এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে ।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন