অর্থপাচারকারী ১০ বিদেশির ৮ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করলো সিঙ্গাপুর

অর্থপাচারকারী ১০ বিদেশির ৮ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করলো সিঙ্গাপুর
অর্থপাচার এবং জালিয়াতির অভিযোগে ১০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সিঙ্গাপুর পুলিশ। এসময় তাদের ৭৩৭ মিলিয়ন মার্কিন ডলারের ( প্রায় ৮ হাজার ১০২ কোটি টাকা) সম্পদ জব্দ করা হয়েছে। জব্দকৃত সম্পদের মধ্যে নগদ অর্থ ও বিলাসবহুল গাড়িও ছিল।

সিঙ্গাপুর পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পুলিশ মঙ্গলবার শহর-রাজ্য জুড়ে একযোগে অভিযান চালিয়েছে।

এসময় সেন্টোসা কোভ, ট্যাংলিন, অর্চার্ড, হল্যান্ড এবং রিভার ভ্যালি এলাকা থেকে ১০ বিদেশি নাগরিককে আটক করা হয়। পুলিশের বিভিন্ন বিভাগের চারশ’র বেশি কর্মকর্তা এই অভিযানে অংশ নেন।

পুলিশ জানিয়েছে, এই সময় জব্দ হওয়া ৯৪টি সম্পত্তি এবং ৫০টি গাড়ির মালিকানাও বাতিল করা হয়েছে যার মোট মূল্য কয়েকশ মিলিয়ন মার্কিন ডলার হবে।

তাছাড়াও নগদ টাকা, বিলাসবহুল ব্যাগ, গয়না, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস এবং ভার্চুয়াল সম্পদের তথ্যসহ কিছু নথি জব্দ করা হয়েছে।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, বিদেশিদের বয়স ৩১ থেকে ৪৪ এর মধ্যে এবং তারা চীনা, তুর্কি, সাইপ্রাস, কম্বোডিয়ান এবং নি-ভানুয়াতুর নাগরিক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া