অসচ্ছল দুই নারীকে সেলাই মেশিন দিলো জেসিআই ঢাকা কসমোপলিটন

অসচ্ছল দুই নারীকে সেলাই মেশিন দিলো জেসিআই ঢাকা কসমোপলিটন
জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা কসমোপলিটন ও সিদরাহ ফাউন্ডেশন যৌথভাবে করোনা অতিমারীতে কর্মহীন বেকার মানুষদের পাশে দাড়িয়েছে। এ লক্ষ্যে দিনাজপুরের আর্থিকভাবে অসচ্ছল দুইজন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। যাতে তারা ঘরে বসে তাদের পরিবারের জন্য স্থিতিশীল আয়ের ব্যবস্থা করতে পারে।

এর আগে, জেসিআই ঢাকা কসমোপলিটন পাঁচটি ভ্যান প্রদান করেছিলো প্রজেক্ট রাইজ অন হুইলসের মাধ্যমে। গত মে মাসে তিনটে ভ্যান দেয়া হয়েছে এবং অগাস্ট মাসে দুটি নিয়ে মোট পাঁচটি ভ্যান দিয়েছে জেসিআই ঢাকা কসমোপলিটন। ইতিমধ্যে, এই ভ্যানগুলোর সর্বাধিক ব্যবহার এবং রাজস্বের ধারাবাহিক উৎস নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই এ নয়, এই পরিবারের বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে এবং বাবা মায়েরা আশা করছেন পরবর্তী প্রজম্ন উন্নত ভবিষ্যৎ গড়ে তুলবে।

জেসিআই ঢাকা কসমোপলিটনের লোকাল প্রেসিডেন্ট সামিহা আক্তার বলেন, আপনি একজন মানুষকে সাহায্য করে পুরো পৃথিবীকে বদলাতে পারবেন না, তবে সেই মানুষটির পুরো পৃথিবী বদলে দিতে পারবেন। ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সমাজের উন্নয়নই জেসিআই ঢাকা কসমোপলিটনের মূলমন্ত্র। সেই সাথে, আমরা সিদরাহ ফাউনডেশনের পূর্ণ সমর্থন ও সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে থাকার জন্য তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন একটি নিবেদিত প্রাণ এবং উৎসুক দলের সাথে কাজ করতে পারা এক পরম আনন্দের অনুভূতি । সামনে একই লক্ষ্যে একসাথে কাজ করার প্রত্যাশায়। আপনাদের কঠোর পরিশ্রম ও একাগ্রতা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আবারও সিদরাহ ফাউনডেশনের পুরো দলকে অসংখ্য ধন্যবাদ।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) হল তরুণ সক্রিয় নাগরিকদের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় এবং বিশ্বব্যাপী নেটওয়ার্ক যা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস, মিসৌরিতে সদর দপ্তর অবস্থিত। বর্তমানে, সমাজের উন্নয়ন ও উন্নতির জন্য জেসিআই বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে ৫০০০ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

জেসিআই ঢাকা কসমোপলিটন হল জেসিআই বাংলাদেশের অন্যতম চ্যাপ্টার। এটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং দৃঢ়ভাবে এগিয়ে চলছে। জেসিআই ঢাকা কসমোপলিটন নারীর ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য, নাগরিক অধিকার, আইনগত সমর্থন ইত্যাদির উপর দৃষ্টি নিবদ্ধ করে গত দশ বছরে অসংখ্য প্রকল্প সম্পন্ন করেছে। এটি তরুণ পেশাদার এবং উদ্যোক্তাদের একটি গতিশীল নেটওয়ার্ক ব্যবস্থা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন