বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) ইউআইইউ ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার এবং ইউআইইউ’র ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।
চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা বিনিয়োগ শিক্ষার ওপর বুনিয়াদী কর্মশালায় খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন। বিআইসিএম কর্তৃক আয়োজিত বিভিন্ন সার্টিফিকেট কোর্সে নিবন্ধনের ক্ষেত্রেও বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ব্যবসায় প্রশাসন বিভাগের জন্য বিনিয়োগবান্ধব পাঠ্যক্রম তৈরিতে সাহায্য এবং এ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে সহযোগিতা করবে বিআইসিএম।
অনুষ্ঠানে ইউআইইউর এমিরেটাস অধ্যাপক ও ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. রেজওয়ান খান, ট্রেজারার মো. আব্দুল মোকাদ্দেম, রেজিস্ট্রার ড. মো. জুলফিকুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস এর অধ্যাপক ড. খন্দকার মাহমুদুর রহমান, এমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. আবু সালেহ মো. সোহেল-উজ-জামান, বিবিএ প্রোগ্রামের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. শরীফুল আলম, এআইএস প্রোগ্রামের সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক ড. জেমস বকুল সরকার, বিআইসিএম’র সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খান ও সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এসএম