৯২৬ পদে নির্বাচিতদের তালিকা প্রকাশ করলো মাউশি

৯২৬ পদে নির্বাচিতদের তালিকা প্রকাশ করলো মাউশি
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। বুধবার (২৩ আগস্ট) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (২২ আগস্ট) বিভাগীয় নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ১০টি পদের বিপরীতে নিয়োগের জন্য নির্বাচিতদের নিয়োগের সুপারিশ করা হয়। সেই সুপারিশের চূড়ান্ত অনুমোদন শেষে নির্বাচিত তালিকা প্রকাশ করা হলো।

মাউশি জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন পদে সরাসরি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিটির ২২ আগস্টের সভার সুপারিশ এবং ওই সুপারিশ কর্তৃপক্ষের অনুমোদন সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সমদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার স্টোরকিপার, হিসাব সহকারী, ক্যাশিয়ার, স্টোরকিপার, মেকানিক-কাম-ইলেকট্রিশিয়ান পদের জন্য মোট ৯২৬ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি