ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ডিআইজি ইকোনমি অ্যান্ড প্রসপেক্টস অব ক্লাউড একাউন্টিং এস এ ক্যারিয়ার অপশন’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শেলী এ. মুবদী লেকচার গ্যালারীতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম’র সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খান।
এসময় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক রেহনুমা হক মৌটুসী ও প্রভাষক মো. মিয়াদ উদ্দিন ফাহিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএমের এ আয়োজন।
অর্থসংবাদ/এসএম