অকেজো সিসি ক্যামেরায় ইবিতে নিরাপত্তা ঝুঁকি

অকেজো সিসি ক্যামেরায় ইবিতে নিরাপত্তা ঝুঁকি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরীণ প্রায় সকল স্থানে নজরদারি ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় সিসি ক্যামেরা। তবে একাডেমিক ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার এ সকল পর্যবেক্ষক ক্যামেরার অনেকগুলোই দীর্ঘদিন যাবত অকেজো হয়ে পড়ে আছে।

বিশ্ববিদ্যালয়ে প্রায়শই বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা, বহিরাগতদের অনুপ্রবেশ, মারামারিসহ নানা নির্যাতনের শিকার হলে সিসি ক্যামেরার ভূমিকা পাওয়া যায় না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তার খাতিরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা স্থাপন, পরিচর্যা, পর্যবেক্ষণসহ তারা সকল বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, বিশ্ববিদ্যালয়ে অনুষদ ভবনের সিসি ক্যামেরা বহুদিন ধরে দেখছি নষ্ট হয়ে পড়ে আছে। এটির কোন অগ্রগতি দেখি না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরাব হোসেন বলেন, মারামারি বা অপ্রীতিকর ঘটনা ঘটার পরেই সবাই অবগত হয়। কিন্তু ঘটনার সুষ্ঠু বিশ্লেষণের ক্ষেত্রে বিলম্ব দেখা যায়। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সিসি ক্যামেরা নাই। যেগুলো আছে সেগুলো পরিচর্যা করা হয় না। তাই অধিকাংশ সিসি ক্যামেরাগুলো নষ্ট এবং অকেজো হয়ে পড়ে আছে। এতে আমরা নিরাপত্তার আশঙ্কা করি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে আমি আশঙ্কা মনে করি। গত ২১ শে ফেব্রুয়ারি রাতে শ্রদ্ধা নিবেদনের সময় আমাদের কাছে কিছু ইনফরমেশন ছিল হামলা বা এরকম কিছু হতে পারে যে কারণে আমি আগেই আইসিটি সেলে চিঠি পাঠিয়েছিলাম। তখন পূর্বের পরিচালক ছিল। কিন্তু, এর কোনো জবাব পাইনি। এটা একটা এলার্মিং এবং সিকিউরিটি ক্রাইসিস।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ক্যাম্পাসের কোন কোন এরিয়া সিসি ক্যামেরার আওতার বাহিরে আছে, নষ্ট হয়ে পড়ে আছে এবং কোথায় লাগানো খুবই জরুরি এসব বিষয়ে উল্লেখ করে প্রশাসন বরাবর নোট পাঠিয়ে দিয়েছি। আমি দায়িত্ব গ্রহণের ১৫ দিনের মধ্যে এটা করেছি।

শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলিনা নাসরীন বলেন, সিসি ক্যামেরার টেকনিক্যাল বিষয়গুলির সবকিছু আমাদের জানা থাকে না। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যপারে পর্যাপ্ত সিসি টিভি ক্যামেরা থাকা উচিত এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহ সিসি ক্যামেরার আওতায় অবশ্যই আনা উচিত। মেশিন শোকেজের মত থাকলেই হবে না এটা কার্যকর থাকতে হবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি