সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘অ্যাসেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন’ উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘অ্যাসেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন’ উদ্বোধন
মানসম্মত বিনিয়োগ প্রদান এবং প্রদত্ত বিনিয়োগ সঠিক সময়ে পরিশোধে সচেতনতা তৈরির লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকে ‘অ্যাসেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন-২০২৩’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। আলোচ্য ক্যাম্পেইনটি দুই মাসব্যাপী চলবে।

৩১ আগস্ট (বৃহস্পতিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মুহাম্মদ মিজানুল কবির। এসময় ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, কর্মকর্তাদের বিনিয়োগ প্রদানের ক্ষেত্রে সচেতন করে তোলার লক্ষ্যেই এই ক্যাম্পেইন। বিনিয়োগ দেয়ার সময় যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে, যাতে কোন বিনিয়োগই মন্দ বিনিয়োগে পরিণত না হয়।

এছাড়াও শ্রেণিকৃত বিনিয়োগ থেকে আদায়ের এবং নতুন করে কোনো বিনিয়োগ যাতে খেলাপি না হয় সেদিকে বিশেষভাবে নজর দেয়ার পরামর্শ দেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপকবৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সেপ্টেম্বর-অক্টোবর এই দুই মাস বিশেষ এই ক্যাম্পেইন চলবে। অনুষ্ঠানে ‘অ্যাসেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন-২০২২’-এ যারা লক্ষ্যমাত্রা অর্জন করেছেন ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের পুরস্কৃত করা হয়।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি