রূপালী ব্যাংকে ৪ মাসের বিশেষ কর্মসূচি

রূপালী ব্যাংকে ৪ মাসের বিশেষ কর্মসূচি
জাতির পিতার ৪৮তম শাহাদত বার্ষিকী ও আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড ৪ মাসব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার (০৩ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক।

এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুর রহমান, হাসান তানভীর ও তাহমিনা আখতার এবং প্রধান কার্যালয় ও ঢাকার সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

কাজী ছানাউল হক বলেন, সরকারের ২০৪১ সালের উন্নত দেশ গড়ার পরিকল্পনা ও ডেল্টা প্ল্যানের সাথে সঙ্গতি রেখে রূপালী ব্যাংক এগিয়ে যাবে এবং একটি মডেল ব্যাংকে পরিণত হবে। তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এর নেতৃত্বের প্রশংসা করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রীর জন্মদিন এখানে ৪৮ এবং ২৮ উভয়ের শুরুতে ৮ উচ্চারিত হয়। তাই ৮ অংকটিকে উপজীব্য করে অর্থাৎ শোককে শক্তিতে রূপান্তর এবং প্রধানমন্ত্রীর জন্মদিনকে অনুপ্রেরণার উৎস হিসেবে গ্রহন করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ কর্মসূচী ঘোষণা করেন। এই কর্মসূচী সফল করতে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, আট হোক শক্তি আটে হোক জাগরণ, আটে আটে ভরে যাক সব সূচকে অর্জন।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে আমানত সংগ্রহ, হিসাব খোলা, ঋণ ও অগ্রিম প্রদান, খেলাপি ঋণ আদায়, দ্রুত মামলা নিষ্পত্তি, অটোমেটেড চালান সংগ্রহ, রেমিটেন্স আহরণ ও ব্যয় সংকোচন এই ৮টি ঘোষিত সূচকে লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে ২০২৩ সালের মধ্যে ব্যাংকটিকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্মদ জাহাঙ্গীর।

এসময় সকল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক, কর্পোরেট শাখার নির্বাহী ও শাখার ব্যবস্থাপকগন ভার্চ্যুয়ালি অংশ নেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি