যুক্তরাষ্ট্রে ফের কমতে যাচ্ছে বাড়ির দাম

যুক্তরাষ্ট্রে ফের কমতে যাচ্ছে বাড়ির দাম
যুক্তরাষ্ট্রে চলতি বছরের জানুয়ারি থেকে বাড়ির দাম ক্রমাগত বাড়লেও ফের কমতে যাচ্ছে। গত আগস্ট থেকে ইতোমধ্যে দাম কমা শুরু হয়েছে। খবর সিএনবিসি।

ব্ল্যাক নাইটের মতে, আবাসন খাতের সর্বশেষ তথ্যানুযায়ী গত জুনে বাড়ির দাম বছরওয়ারি ১ শতাংশ বেড়েছিল। পরের জুলাইয়ে দাম বৃদ্ধি সর্বকালের সর্বোচ্চে উঠেছিল, যা ২০২২ সালের একই মাসের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। তবে এ ধারা অব্যাহত থাকেনি। আগস্টেই দাম কমতে শুরু করে। ফলে পূর্বাভাস করা হচ্ছে, আবাসন ব্যবসায়ীদের কাছে চলতি বছরের সবচেয়ে লাভবান মাস ছিল জুলাই।

ব্ল্যাক নাইট বলছে, এখন মাসে মাসে দাম কমছে। তবে ব্যবসায়ীরা এখনো লাভ করে যাচ্ছেন। সাধারণত বছরের এ সময়ে তারা মুনাফা পেয়ে থাকেন। এবারের লাভের পরিমাণ ২৫ বছরের গড়ের নিচে নেমে গেছে। ফেব্রুয়ারি-জুন পর্যন্ত ঐতিহাসিক গড়কে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যাওয়ার পরে দাম কমতে শুরু করেছে এবং আবারো মন্দা দশায় পড়ার আশঙ্কা রয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না