শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য সরকারি নীতিমালা, থাকবে সম্মানী

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য সরকারি নীতিমালা, থাকবে সম্মানী
শিক্ষার্থীদের জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্ন করার সুযোগ রেখে নীতিমালা অনুমোদন দিয়েছে সরকার। এতে শিক্ষার্থীরা নির্দিষ্ট পরিমানে ভাতা বা সম্মানী পাবেন।

সোমবার (০৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে 'সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ (ব্যবহারিক প্রশিক্ষণ) নীতিমালা, ২০২৩' এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ।

তিনি বলেন, নীতিমালার আলোকে এখন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, মন্ত্রণালয়ে, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতি বছর শিক্ষার্থীদের ইন্টার্ন করার সুযোগ দেওয়া হবে। সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট ঠিক করবে। সেখানে শিক্ষার্থীদের একটা ভাতাও দেওয়া হবে।

তিনি আরও বলেন, তারা কী কাজ করবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে তাদের সঙ্গে বসবে। তিন থেকে ছয় মাস মেয়াদে তারা কাজ করবেন।

সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য নীতিমালা করা হলেও প্রধানমন্ত্রী বেসরকারি প্রতিষ্ঠানেও এই সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, এই নীতিমালাটা শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান নয়, সব বেসরকারি এবং শিল্প প্রতিষ্ঠানে যেন এই সুযোগটা থাকে। সে অনুযায়ী নীতিমালাটি পুনর্গঠন করা হবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি