ফেসবুকে সিঙ্গেল দেওয়া থাকলে ছেলেরা বেশি জ্বালায়

ফেসবুকে সিঙ্গেল দেওয়া থাকলে ছেলেরা বেশি জ্বালায়
চরকির অ্যানথোলজি সিনেমা ‘কোথায় পালাবে বলো রূপবান’-এ রূপবান চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। এরপর ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’ সিরিজেও পাওয়া গেছে তাঁকে। মাত্র তিন বছরের ক্যারিয়ারে নজর কেড়েছেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।

এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত দীপ্ত প্লের সিনেমা ‘অপলাপ’-এ খল চরিত্রে অভিনয় করেন প্রিয়ন্তী। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের মধ্যে চর্চা চলছে। ফেসবুকে দেওয়া তথ্য বলছে, প্রিয়ন্তী উর্বী প্রেমের সম্পর্কে রয়েছেন।

আসলেই কি তাই—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফেসবুকে ছোটবেলা থেকেই “ইন আ রিলেশনশিপ”দেওয়া আছে। কারণ, সিঙ্গেল লেখা থাকলে ছেলেরা বেশি নক করে। আর “ইন আ রিলেশনশিপ” দেওয়া থাকলে ছেলেরা নক করে না।’

তাহলে আপনি সিঙ্গেল? প্রিয়ন্তী হাসতে হাসতে বলেন, ‘আমি তো সিঙ্গেলই।’

২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেন প্রিয়ন্তী। ২০২০ সালের শেষ ভাগে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এ পর্যন্ত ২০টির বেশি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান। ২০২২ সালে চরকির এই মুহূর্তের ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটিতে যাত্রা করেন প্রিয়ন্তী।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার