এনআরবিসি ব্যাংক ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চুক্তি

এনআরবিসি ব্যাংক ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চুক্তি

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) ১৫টি ওপেন অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রি করবে এনআরবিসি ব্যাংক।


সম্প্রতি এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া এবং আইএএমসিএলের প্রধান নির্বাহী মাহমুদা আক্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক এটিএম আহমেদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনআরবিসি ব্যাংকের এমডি গোলাম আউলিয়া বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের অর্থের নিরাপত্তা বিধান করছি। গ্রাহকদের নানামুখী বিনিয়োগে আকৃষ্ট করতে কাজ করছে এনআরবিসি ব্যাংক। আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে এই চুক্তির মাধ্যমে বিনিয়োগকারীরা লাভবান হবে বলে আমরা প্রত্যাশা করি।

আইসিবির এমডি মো. আবুল হোসেন বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে মিউচ্যুয়াল ফান্ডের বাজার অনেক বড় করার সুযোগ রয়েছে। আমরা জানি এনআরবিসি ব্যাংকের সারাদেশে দেড় হাজারের বেশি সার্ভিস পয়েন্টের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। জনসাধারণকে মিউচ্যুয়াল ফান্ডের বিষয়ে আগ্রহী করতে এনআরবিসি ব্যাংকের সঙ্গে আমরা কাজ করব।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন