আলোর মুখ দেখছে ইউক্রেনের অর্থনীতি

আলোর মুখ দেখছে ইউক্রেনের অর্থনীতি
রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে টালমাটাল অবস্থায় পৌঁছেছিল ইউক্রেনের অর্থনীতি। সম্প্রতি দেশটির অর্থনীতির চাকা ঘুরতে শুরু করেছে। ২০২৩ সালে প্রথম সাত মাসে গত বছরের একই সময়ের তুলনায় দেশটির জিডিপি বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। ইউক্রেনীয় অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের শুরুর দিকে যখন রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে, তখন খুব কঠিন সময় ছিল। স্বাধীনতার ৩০ বছরেরও বেশি সময়ে সবচেয়ে বড় পতন ঘটে ইউক্রেনের জিডিপিতে। চলতি বছর অর্থনীতি পুনরুদ্ধার হতে শুরু করেছে। দেশটির ব্যবসা চলমান থাকা এবং বাসিন্দারা যুদ্ধকালীন বাস্তব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে।

দেশটির উপ-অর্থমন্ত্রী নাদিয়া বেগুন বলেন, ‘‌ইউক্রেনের উদ্যোক্তাদের সংখ্যা যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়ে গেছে। ইতিবাচক খবর হলো, ইউক্রেনীয় ব্যবসা পুনরুদ্ধার হচ্ছে এবং নিবন্ধিত উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। গ্রীষ্মের মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের প্রায় ২০ লাখ উদ্যোক্তা রেকর্ড করা হয়েছে।’

দেশের ইতিবাচক অর্থনৈতিক পরিস্থিতি সরকারকে আগামী বছরের পূর্বাভাস উন্নত করতে প্ররোচিত করেছে। ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক ২০২৩ সালের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ২ দশমিক ৯ শতাংশ করেছে, যা আগে ছিল ২ শতাংশ। একই সঙ্গে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী বছরে ৩ দশমিক ৫ শতাংশ হবে। তবে দেশটির পশ্চিমা ঋণদাতারা বেশ সতর্ক। বিশ্বব্যাংক ২০২৩ সালে দেশটির জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে দশমিক ৫ শতাংশ।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না