স্থানীয় সময় রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ থানে শহরের বালকুম এলাকায় রানওয়াল কমপ্লেক্স নামের একটি বহুতল ভবনে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, দড়ি ছিঁড়ে লিফটটি বেইসমেন্টে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় লিফটের ভেতর থাকা সাতজনের সবাই মারা যান বলে জানায় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গুরুতর আহতও হয়েছেন।
দুর্ঘটনার সময় ওই বহুতলের ছাদ পানি নিরোধক করার কাজ চলছিল।
নিহতরা হলেন মহেন্দ্র চৌপল (৩২), রূপেশকুমার দাস (২১), হারুন শেখ (৪৭), মিথিলেশ (৩৫), কারিদাস (৩৮), সুনীল কুমার দাস (২১)। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেলেও একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ।
এক্সে (টুইটার) দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, থানের এ দুর্ঘটনা খুব ভয়াবহ। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ দুর্ঘটনায় যারা গুরুতর জখম হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি।
অর্থসংবাদ/এমআই