পাকিস্তানে জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড

পাকিস্তানে জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড

ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আরেক দফা পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছে পাকিস্তান। এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধির নতুন রেকর্ড হয়েছে দেশটিতে।


এনডিটিভি জানায়, গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দাম বাড়ানোর ঘোষণা দেয় পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়।


পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২৬ দশমিক শূন্য ২ রুপি। হাই স্পিড ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ১৭ দশমিক ৩৪ রুপি। সর্বশেষ দুই সপ্তাহের মধ্যে মূল্যে এটি বড় ধরনের উল্লম্ফন। ওই সময় প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম ৩০০ রুপির ঘর পার হয়।


অর্থনৈতিকভাবে ভঙ্গুর দেশটিতে এখন থেকে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৩৩৩ দশমিক ৩৮ রুপি ও ডিজেল ৩২৯ দশমিক ১৮ রুপি।


সাম্প্রতিক অর্থনৈতিক মন্দাভাবের কারণে পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি আশঙ্কাজনক হারে বেড়েছে। হুমকির মুখে পড়েছে বাণিজ্যিক উন্নয়ন।


গতকালের বিবৃতিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দামের উর্ধ্বগতির ফলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।


গত জুলাইয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানের জন্য ৩০০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে। ওই সময় বেশ কিছু সংস্কারেরও পরামর্শ দেয় সংস্থাটি। যার মধ্যে জ্বালানি খাত অন্তর্ভুক্ত ছিল।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না