ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি থেকে সরে দাঁড়ালো কানাডা

ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি থেকে সরে দাঁড়ালো কানাডা
আসন্ন অক্টোবরে ভারতের সাথে কানাডা ‘বাণিজ্য মিশন’ নামের একটি বাণিজ্যিক চুক্তি করতে চলেছিলো। কিন্তু হুট করে এই চুক্তি থেকে সরে দাঁড়ালো কানাডা। বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি এনজি।

একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে হয়ে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে কানাডিয়ান সরকারকে তিরস্কার করার পরেই এই ঘোষণা আসে।

এনডিটিভি জানিয়েছে, মাত্র চার মাস আগে দুই দেশ বলেছিল যে তারা অক্টোবরে দিকে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি প্রতিষ্ঠা করতে চায়।

মেরি এনজির মুখপাত্র শান্তি কসেন্টিনো কোনও কারণ না জানিয়েই বলেছেন, আমরা ভারতের সাথে হতে যাওয়া বাণিজ্য মিশন স্থগিত করছি। এর আগে গতকাল শুক্রবার ভারতও জানিয়েছে যে তারা কানাডার সাথে বাণিজ্যিক আলোচনা স্থগিত করেছে।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-২০ সম্মেলনের সময় অনেক বিশ্ব নেতার সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে একটি সংক্ষিপ্ত এবং অনানুষ্ঠানিক বৈঠকে করেন। ওই সময় মোদি কানাডায় অবস্থানরত প্রবাসীদের খালিস্তানপন্থী কার্যকলাপে বাঁধা না দেওয়ায় ট্রুডো সরকারের সমালোচনা করেছিলেন।

এ সময় ট্রুডো বলেছিলেন, তিনি কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তিনি বলেন, তার দেশ যেকোন সহিংসতা বা ঘৃণার নিন্দা করে তবে এটি অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করে।

উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে অটোমোবাইল, কৃষি এবং তথ্য-প্রযুক্তিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কিছু সেক্টর নিয়ে দু’দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি শুরু হওয়ার কথা ছিল।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না