শনিবার (৩০ সেপ্টেম্বর) এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স অফিসে তিনি স্বপ্নযাত্রার উদ্যোক্তা আরিফ সিকদারের হাতে ব্যক্তিগত ৫০ হাজার টাকা তুলে দেন।
পাশাপাশি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর আফতাব আহম্মেদ স্বপ্নযাত্রার এ সকল মহৎ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং স্বপ্নযাত্রার কার্যক্রমের পরিধি বাড়াতে ও ধারাবাহিকতা রক্ষায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।
এ সময় স্বপ্নযাত্রার পরিবারের পক্ষ থেকে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর আফতাব আহম্মেদকে ধন্যবাদ জানান উদ্যোক্তা আরিফ সিকদার।
উল্লেখ্য, স্বপ্নযাত্রা একটি দরিদ্র মেধাবী শিক্ষা সহায়তা কার্যক্রম। ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে বর্তমানে বাংলাদেশের ১২২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৪৭ জন (ছেলে-১০০ মেয়ে-৪৭) শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিয়ে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বপ্নযাত্রা শিক্ষার্থীর উচ্চ শিক্ষা পূরণের যাবতীয় সকল খরচ বহন করে থাকে। পঞ্চম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত যে কেউ স্বপ্নযাত্রা শিক্ষা সহায়তার আওতাভুক্ত হতে পারে।
অর্থসংবাদ/এমআই