এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম ওয়াজেদ কবির অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষক ড. আফজাল হোসেন খান, সাংবাদিক ফোরামের মডারেটর মো. শামীম মণ্ডল। কর্মশালার প্রশিক্ষক ছিলেন বেসরকারি টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টার আশিক তমাল ও মাহমুদুল হাসান জাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, জীবন চলার পথে যে সফট স্কিলগুলো স্বীকৃত, এর অন্যতম হলো উপস্থাপনা। যা শুধু পেশা হিসেবে নয়, ব্যক্তিজীবনের অনেক ক্ষেত্রেও কাজে দেয়। তিনি বলেন, যেকোনো একটি সাফল্যের পেছনে সফট স্কিলের অবদান ৭০ থেকে ৮০ ভাগ। তাই শুধু ক্লাসের শিক্ষা নয়, এর বাইরেও অনেক দক্ষতা অর্জন করা জরুরি।
তিনি আরও বলেন, সংবাদে বস্তুনিষ্ঠতা অনেক বেশি প্রয়োজন। সংবাদে অতিরঞ্জিত ব্যপার কাম্য নয়। খেয়াল রাখতে হবে, এসব কারণে অনেক সময়ই সত্য ঢাকা পড়ে যায়।
কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম ওয়াজেদ কবির বলেন, কথাবার্তায় হৃদয়গ্রাহীতা আসলেই একজন ভালো বক্তা হওয়া যায়। কিন্তু এক্ষেত্রে উপস্থাপনা আরও একধাপ এগিয়ে। কারণ, বক্তব্যের সঙ্গে এখানে নিজেকেও মডেল হিসেবে উপস্থাপনের ব্যাপার থাকে। তিনি বলেন, উপস্থাপনা শুধু একটি পেশা নয়, এটি একটি জীবনমুখী শিক্ষা। এ সময় তিনি সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।
পরে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনার নানাদিক নিয়ে আলোচনা করেছে দুই প্রেজেন্টার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।